JetBits |
! You are not logged in to JetBits. Please register or login.
* microblog > Forum
jobayed

অনেক সময় আমাদের মনে হয় আল্লাহ বোধহয় কিছু মানুষকে জন্মগত ভাবেই প্রতিভা দিয়েছেন সুতরাং আমাদের চেষ্টা করলেও খুব একটা লাভ হবে না। এতে করে নিজেদের ভেতরেই অজান্তেই এক ধরণের নিষ্ক্রিয়তা জেঁকে বসে, আত্মোন্নয়ের গতি হয়ে যায় শ্লথ। বিঙ্গান বিষয়ক পত্রিকা অহরহতে দেখলাম কিছু নিউরোলজিস্ট গবেষণা করে দেখেছেন বৈঙ্গানিক আইনস্টাইনের মগজ সাধারণ মানুষের মগজের চেয়ে আলাদা, অনেকটাই বড়। এটাকে সত্য ধরে নিয়েও বলা যায়, এটি একটি আশ্চর্যজনক ব্যতিক্রম ইংরেজিতে যাকে বলে মিরাকল আর ইসলামের দৃষ্টিতে বলা হয় মোজেজা। আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় মানুষকে শিক্ষা দেয়ার জন্য কদাচিৎ এমনটি করে থাকেন। আমার ধারণা কিছু উজ্জ্বল ব্যতিক্রম বাদ দিলে সাধারণ ভাবে সকল মানুষের মেধাই সমান। অতঃপর সাধনার কমবেশির কারণে প্রতিভার স্ফুরণের ক্ষেত্রে হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা অনেকেই প্রায়ই বলে থাকি আমার কোনো যোগ্যতা নেই...। আমার মনে হয় ইসলামের দৃষ্টিতে আমাদের এটা বলার সুযোগ নেই। কেননা আল্লাহ বলেছেন '....নিশ্চয় আমি পৃথিবীতে আমার খলিফা (মানুষকে প্রেরণ করব।' খলিফা মানে হচ্ছে মহান আল্লহর প্রতিনিধি কিন্তু শুধুমাত্র নিজের গ্রাম, পাড়া, থানা, জেলা বা দেশের জন্য নয় বরং সমগ্র পৃথিবীর জন্য। সুতরাং প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন, প্রতিটি মানুষ বিশেষ করে মুসলিমদের জন্মগত ভাবেই আল্লাহপাক কত বড় দায়িত্ব দিয়েছেন।

সুতরাং এটা কি ভাবা যায় এত বড় দায়িত্ব আল্লহ যাদের দিলেন তাদের তিনি যোগ্যতা কম দিয়েছেন? অথবা তিনি জানতেনই না যে এ মানুষটির যোগ্যতা কম। (নাউজুবিল্লাহ!) আল্লাহর উপর এত বড় অভিযোগ কেউ কি করতে পারে? সুতরাং যার বলেন .....আমার কোনো যোগ্যতা নেই.....। অথবা '.......আমার যোগ্যতা কম......'। তারা প্রকারান্তরে আল্লাহকেই অভিযুক্ত করেন, কেননা তিনিই তো আমাদের সৃষ্টি করেছেন এবং সর্বঙ্গ হিসেবেই এই বিশাল দায়িত্ব আমাদের দান করেছেন। আমাদের করো যোগ্যতা তুলনামূলকভাবে অন্যদের চেয়ে কম মনে হলে আমরা এতটুকু বলতে পারি যে, '......আমি এখনো আমার যোগ্যতার বিকাশ ঘটাতে পারিনি'। জন. ডি. রকফেলার প্রথম জীবনে ঘণ্টায় মাত্র চার সেন্টের (মার্কিন চার পয়সা) বিনিময়ে আলুক্ষেতে কাঠফাটা রোদের ভেতর লোহার কোদাল দিয়ে কাজ করেছেন। অধ্যবসায় ও পরিশ্রমের বিনিময়ে তিনি পরিণত হয়েছিলেন সেই সময়কার আমেরিকার সবচেয়ে সেরা ধনীতে। প্রায় সত্তর বছর পূর্বে তিনি দুই বিলিয়ন ডলার (প্রায় দশ হাজার কোটি টাকা) এর মালিক হয়েছিলেন। যার সম্পদ এখনও বেড়ে চলেছে প্রতি মিনিটে প্রায় একশ ডলার অর্থ্যাৎ দিনে প্রায় ৭২ লক্ষ টাকা করে। যদিও তিনি মুসলিম ছিলেননা তবুও তিনি নিয়মিত প্রার্থনা করতেন, নাচতেন না, থিয়েটারে যেতেন না, কখনো মদ্যপান এমনকি ধৃমপান পর্যন্ত করতেন না।

তাই প্রতিভা কখনো জন্মগত ভাবে আসেনা। আল্লাহর উপর ভরসা রেখে সঠিকভাবে সাধনা করলেই প্রতিভাবান হওয়া যায়।
0 Replies 226 Views 1 Bookmarks
topics posts

* microblog Forum
fav Bookmarks

* microblog