JetBits |
! You are not logged in to JetBits. Please register or login.
* Rohanbd > Forum
rohan123
parting.gif
hooray.gif
ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং
আবেগকেন্দ্রিক একটি
[১]অভিজ্ঞতা। বিশেষ কোন
মানুষের জন্য স্নেহের
শক্তিশালী বহিঃপ্রকাশ
[২][৩]হচ্ছে ভালোবাসা।
তবুও ভালোবাসাকে
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে
ভাগ করা যায়। আবেগধর্মী
ভালোবাসা সাধারণত
গভীর হয়, বিশেষ কারো
সাথে নিজের সকল মানবীয়
অনুভূতি ভাগ করে নেওয়া,
এমনকি শরীরের
ব্যাপারটাও এই ধরনের
ভালোবাসা থেকে পৃথক
করা যায় না। ভালোবাসা
বিভিন্ন রকম হতে পারে,
যেমন: নিষ্কাম ভালোবাসা,
ধর্মীয় ভালোবাসা,
আত্মীয়দের প্রতি
ভালোবাসা,বাড়িতে
কোনো পোষ্য প্রাণীর বা
বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ
প্রায় সময় খুবই আনন্দদায়ক
হতে পারে... এমন কি কোনো
কাজ কিংবা খাদ্যের
প্রতিও। আর এই অতি
আনন্দদায়ক অনুভূতিই হলো
ভালোবাসা।
parting.gif
ভালোবাসার সংজ্ঞা
বিতর্ক, অনুমান, এবং
অর্ন্তদর্শনের উপর
প্রতিষ্ঠিত। অনেকেই
ভালোবাসার মত একটি
সর্বজনীন ধারণাকে
আবেগপ্রবণ ভালোবাসা,
কল্পনাপ্রবণ ভালোবাসা
কিংবা প্রতিশ্রুতিপূর্ণ
ভালোবাসা এসব ভাগে ভাগ
করার পক্ষপাতী নন। তবে
এসব ভালোবাসাকে
শারীরিক আকর্ষণের ওপর
ভিত্তি করে
শ্রেণীবিন্যাস করা যেতে
পারে। সাধারণ মতে,
ভালোবাসাকে একটি
ব্যক্তিগত অনুভূতি হিসেবে
বিবেচনা করা হয়, যেটা
একজন মানুষ অপর আরেকজন
মানুষের প্রতি অনুভব করে।
কারো প্রতি অতিরিক্ত
যত্নশীলতা কিংবা
প্রতিক্ষেত্রে কারো
উপস্থিতি অনুভব করা
ভালোবাসার সাথেই
সম্পর্কযুক্ত। অধিকাংশ
প্রচলিত ধারণায়
ভালোবাসা,
নিঃস্বার্থতা, স্বার্থপরতা,
বন্ধুত্ব, মিলন, পরিবার এবং
পারিবারিক বন্ধনের সাথে
গভীরভাবে যুক্ত।
ভালোবাসার সাধারণ এবং
বিপরীত ধারণার তুলনা করে
ভিন্ন দৃষ্টিকোণ থেকে
ভালোবাসাকে জটিলভাবে
বিচার করা যায়। ধনাত্মক
অনুভূতির কথা বিবেচনা
করে ভালোবাসাকে ঘৃণার
বিপরীতে স্থান দেওয়া
যায়। ভালোবাসায়
যৌনকামনা কিংবা
শারীরিক লিপ্সা
অপেক্ষাকৃত গৌণ বিষয়।
এখানে মানবিক আবেগটাই
বেশি গুরুত্ব বহন করে।
কল্পনাবিলাসিতার একটি
বিশেষ ক্ষেত্র হচ্ছে এই
ভালোবাসা। ভালোবাসা
সাধারণত শুধুমাত্র বন্ধুত্ব
নয়। যদিও কিছু সম্পর্ককে
অন্তরঙ্গ বন্ধুত্ব বলেও
অভিহিত করা যায়।
picknose.gif
2 Replies 415 Views 2 Bookmarks
topics posts

* Rohanbd Forum
fav Bookmarks

* Rohanbd
Free Android Games